অবশেষে এসএসসির প্রবেশপত্র পেলো গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী।
রাত ১২.৪০ মিনিটে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুল হক ওই ১৪শিক্ষার্থীর প্রবেশ পত্র হস্তান্তর করেন। ইউএনওর আশ্বাসে অবরোধ তুলে নিয়ে প্রধান শিক্ষককে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাঠানোর পর প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও শ্রীবরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দের হাতে প্রবেশ পত্র তুলে দেন শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুল হক।
এর আগে প্রবেশ পত্র না পাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।পরে পুলিশ সংবাদ পেয়ে ১৪ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের কক্ষ থেকে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামকে উদ্ধার করে। এ নিয়ে বিদ্যালয় মাঠে বিক্ষোভ করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
জানা গেছে, বুধবার সকালে গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের এস.এস.সি পরীক্ষার প্রবেশ পত্র নিতে যান শিক্ষার্থীরা।
এ সময় ১৪ জন শিক্ষার্থীর প্রবেশপত্র বোর্ড থেকে আসেনি বলে জানায় বিদ্যালয় কতৃপক্ষ । পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা, অভিভাবক ও এলাকাবাসী এসে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকে।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, বিষয়টি আমি শুনেছি, প্রধান শিক্ষককে উদ্ধারের জন্য পুলিশকে জানিয়েছি, পুলিশ যাচ্ছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোক্তভূগিরা অভিযোগ দিলে প্রধান শিক্ষককের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পরে স্থানীয় ইউএনও ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষুদ্ধরা।