কুয়াকাটায় স্থাপিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশে এক ঘণ্টা ইন্টারনেট ধীরগতি থাকবে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত (শুক্রবার ০৩০০ঘণ্টা থেকে ০৪০০ ঘণ্টা) এই কাজ চলবে। ফলে এই সময়ে এই ক্যাবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে।
বুধবার সি-মি-উই-৫ এর উপ-মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
এই সময়ে ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন। তবে এই ধীরগতি গুরুতর প্রভাব ফেলবে না বলে জানান তরিকুল ইসলাম।
তিনি বলেন, রক্ষণাবেক্ষণের এই সময়কালে ট্রাফিকের চাপ খুব বেশি থাকে না। ফলে বিষয়টি বড় কোনো প্রভাব ফেলবে না।
এছাড়াও উক্ত সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।